আর,আর,ফ্যাশন হাব এর “মহীয়সী” – ২০২১

নিজস্ব প্রতিনিধি –
সুজাতা সদন এ হয়ে গেলো “মহীয়সী” নামক এক ড্রামাটিক ফ্যাশন শো। যার আয়োজক হলেন আর,আর,ফ্যাশন হাব” – এর কর্ণধার চন্দ্রিমা বসু। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শ্রীমতি ইন্দ্রানী গাঙ্গুলী, ফ্যাশন কোরিওগ্রাফার দেবযানী চক্রবর্তী ও অনান্য অতিথিরা। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও কোরিওগ্রাফি করেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। তিনি

বলেন আমাদের এই ফ্যাশন শো এর মূল লক্ষ্য ছিল গৃহবধূ দের উৎসাহ দেওয়া , যাতে তারা সংসারের সাথে সাথে নিজেদের জন্য ও বাঁচে। তাই এইদিন রাম্প- এ প্রফেশনাল মডেল দের পাশাপাশি কিছু গৃহবধূ রাও “আর আর ফ্যাশন হাব” এর পোশাকে, গয়নায় সেজে ওঠে ও ক্যামেরার সামনে নিজেদের প্রতিস্থাপন করে। এই করোনা মহামারির সময় আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমারা সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি কিন্তু কবিট এর সমস্ত নিয়ম মেনেই আমরা এই শোটি ব্যাবস্থা করেছিলাম। ধন্যবাদ জানাই সকলকেই আমাদের পশে থাকার জন্য।