আর্থিক ফলাফলে মুনাফা বৃদ্ধি বন্ধন ব্যাঙ্কের

সপ্তর্ষি সিংহঃ
এপ্রিল-জুন ত্রৈমাসিকে কলকাতার ব্যাঙ্কটির মুনাফা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ৪৫৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ছে যা ৭০১১৪ কোটি টাকা। সুদ বাবদ আয় এবং অন্যান আয়ের উপর ভর করে মুনাফ বৃদ্ধি পেয়ছে ব্যাঙ্কের। গত বছর ত্রৈমাসিকে ব্যাঙ্কটির ৪৮১৭১ কোটি টাকা মুনাফা হয়েছে। ব্যাঙ্কের মোট অনাদায়ী ঋণের পরিমান পরিমান ২০৪ শতাংশ। বন্ধন ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার পরিমান গত বছরের তুলনায় ৪৫,৪২০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশ ক্ষুদ্র ঋণ। শুক্রবার ব্যাঙ্কের সিইও চন্দ্রশেখর ঘোষ সাংবাদিক বৈঠকে আর্থিক ফলাফল পেশ করার পাশাপাশি তিনি জানান, বহু গ্রাহক যাঁদের সেভিংস অ্যাকাউন্ট ছিল আমাদের কাছে তাঁরা দুবছর থেকে দশ বছরে আম নতে টাকা গচ্ছিত রেখেছে। ইতিমধ্যে ব্যাঙ্কের শাখা ৯৯৯৯টি। এছাড়ও উত্তর পূর্ব ভারতে আরও নতুন কিছু শাখা ও গ্রামীন অঞ্চলে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।