আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি –
সুকিয়া স্ট্রিটের শ্রীমানি বাড়িতে আয়োজিত হলো এক “আলোকচিত্র প্রদর্শনী”বিশ্ব চলচিত্র দিবস উপলক্ষে আয়োজক আনন্দচিত্রম এবং ১১০ বছরের দুর্গা পুজো কমিটি বৃন্দাবন মাতৃ মন্দির। ছয় বছরে পড়লো এই প্রদর্শনী। মাত্র ১০টা ছবি নিয়ে ছয় বছর আগে শুরু হয়েছিল এই প্রদর্শনী। এই বছরের প্রদর্শনীতে ১১০ টি ছবি প্রদর্শিত হচ্ছে। বিকাশ দাস,রনি রায়,রুবি সরকার,শঙ্খ কর,চন্দ্রানি কর,সঞ্জয় ঘোষ,অসিম পাল,গৌতম সেন,অভিজিৎ আড্য,অপ্রতিম পাল,নির্মলেন্দু চ্যাটার্জি, দীপক গুপ্ত,আভীক দাস,প্রমিত ব্যানার্জি, অনিরুদ্ধ পাল,প্রতিম ব্যানার্জি প্রুমুখ খ্যাতনামা আলোকচিত্রীদের পাশাপাশি স্থান পেয়েছে অনেক উদিয়মান আলোকচিত্রীদের ছবি।এবারে দেশীয় ছবির পাশাপাশি নজর কেরেছে আফগানিস্তান,লন্ডন,দুবাইয়ের পটভুমিতে তোলা অসাধারণ সব আলোকচিত্র। প্রবল বৃস্টি উপেক্ষা করে এই প্রদর্শনী নিয়ে এলাকাবাসী এবং পথচলতি মানুষজনের আগ্রহ চোখে পড়ার মতো।
দুর্গা উৎসব শুরুর আর হাতে গোনা কয়েকদিন আগে এই ছবির উৎসব এক অন্য উন্মাদনার জন্ম দিয়েছে এলাকা বাসির মধ্যে।ভীড়ও হচ্ছে বেশ।
১৮ই আগস্ট থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামি ২০শে আগস্ট প্রজন্ত।