January 18, 2022

আসতে চলেছে ঠিকানা বৃদ্ধাশ্রম

সোমনাথ সাহাঃ

বাস্তব জীবনের সত্য ঘটনা নিয়ে তৈরি “ঠিকানা বৃদ্ধাশ্রম”। সিনেমার চিত্রনাট্য অনেকটা এই রকম- জীবনের নাম খেলাঘর সে ঘর কখন ভাঙে,কখন গড়ে, সে শুধু বিধাতাই জানে। ঠিক তেমনি একদিন স্বামীর মৃত্যুর পর রীনার খেলাঘর ভাঙ্গে। ছেলে বৌমার অত্যাচারে ওর শেষ ঠিকানা হয় “ঠিকানা বৃদ্ধাশ্রমে”। আর এই বৃদ্ধাশ্রমেই রীনা একদিন অনুভব করে যে, শুধুমাত্র একটি দৃষ্টিকোণ নয়, জীবনের হাজারও দৃষ্টিকোন থেকে আঘাত পেয়ে, মানুষ বাধ্য হয়ে আসে এই শেষ বেলাতে, “ঠিকানা বৃদ্ধাশ্রম”। পরিচালক সুবীর পাল চৌধুরির পরিচালনায় ও সুনীল কুমার ঘোষের প্রযোজনায় এই ছবি। ছবির সাংবাদিক বৈঠকে উপস্হিত হয়েছিলেন সংগীত পরিচালক রীপন চট্টোপাধ্যায়, সোমা চক্রবর্তী, হিমাদ্রী দাস, সাহানা রায় চৌধুরী, রিদ্ধি, ঝিমলী রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সিনেমার অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা হলেন মনোজ মিত্র, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবিকা মিত্র, সুনীল ঘোষ, অভিষেক দেব রায় ও প্রয়াত রমেন রায় চৌধুরী।

Total Page Visits: 186 - Today Page Visits: 1