September 27, 2022

ইডেনের ধাঁচে শহরে নয়া স্টেডিয়াম

নিজস্ব প্রতিনিধিঃ

মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় এমন তিনটে করে স্টেডিয়াম রয়েছে। সে তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। এখনও এ রাজ্যে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়াম একটাই, ইডেন গার্ডেনস।
এ বার এ রাজ্য আরও একটি ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে। এমনই জানানো হয়েছে নবান্নের তরফে। নবান্নের তরফে জানানো হয়েছে, হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে নতুন এই ক্রিকেট স্টেডিয়াম। ৫০ একর জমিতে তৈরি হবে স্টেডিয়ামটি। বর্তমানে নগরোন্নয়ন দফতরের অধীনে রয়েছে এই জমি। স্টেডিয়ামের নকসা তৈরিতে প্রধান পরামর্শদাতার ভূমিকায় থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

About Post Author

Total Page Visits: 351 - Today Page Visits: 2