“ইন্টারিয়র্স২০২০” এক্সিবিশনের উদ্বোধনে রাজ্যপাল শ্রী জাগদীপ ধানকর

রাজকুমার দাস – কলকাতা
পূর্ব ভারতের মধ্যে এতবড় করে আয়োজন বেশ কয়েকবছর ধরে হয়ে আসছে এবছর ও মাননীয় রাজ্যপাল শ্রী জাদীপ ধানকর এর হাতে উদ্বোধন হয়ে গেল সায়েন্স সিটির প্রাঙ্গনে “ইন্টেরিয়রস ২০২০”-এর এক্সিবিশনের।মেলা চলবে সপ্তাহব্যাপী (১৮ থেকে ২৪শে জানুয়ারী)।উদ্বোধন হয় একদিন আগে ১৭ই জানুয়ারী। মানুষের দৈনন্দিন জীবনের সাজানো ঘর বাড়ী ইন্টেরিয়র ডিজাইনের দ্বারা সৌন্দর্য্য কে

অনেকটাই এগিয়ে রাখতে সাহায্য করে।তাই প্রতিটি ক্ষেত্রে নিজেদের লক্ষ্য কে এগিয়ে যেতে এর কদর বেশ বেশী।অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মুকুল বোথরা,সেক্রেটারি বিজয় চোখানি,কোষাধ্যক্ষ সন্দীপ গুপ্তা পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেন্টসের অমিত শেঙলে, সেঞ্চুরি প্লে র সঞ্জয় আগারওয়াল, সহ প্রমুখ।এই প্রদর্শনীতে প্রবেশ অবাধ দেশ বিদেশের প্রায় দেড়শো স্টল এখানে অংশগ্রহণ করেছে।