উত্তরবঙ্গে মাইক্রো আর্ট জাদুঘর নির্মাণ করতে চান শিল্পী রমেশ শাহ

সোমনাথ সাহা:—
মানুষের বেঁচে থাকার জন্য কতকিছুই না উপায় খুঁজে নেয়,ঠিক তেমনি এক শিল্পী রমেশ শাহ।যিনি মাইক্রো আর্ট এর উপর কাজ করে চলেছেন প্রতি নিয়ত।ফাইন আর্ট,জলের রঙ, কলম আর্ট,পেন্সিল আর্ট এসব দিয়ে চাল,শস্য,র মধ্যে মাইক্রো আর্ট শিল্প কে উপস্থাপন করে শিল্পী রমেশ শাহ প্রায় ৩২বছর ধরে শিল্প কর্মের কাজ করে চলেছে।পাঁচবার ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়া যে

তার নাম স্থান করে নিয়েছে বলে শিল্পী কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান।তার সাথে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী তথা সমাজসেবী শ্রীলগ্না দেব মিশ্র।শস্যের দানায় বিশ্ব মানচিত্র,একটা চালের মধ্যে ১১৫টি ম্যাপ, সবচেয়ে ছোট (৫মিলিগ্রাম)গান্ধী চশমা প্রমুখ তিনি তৈরি করেছেন।তার ইচ্ছে শিলিগুড়িতে মাইক্রো আর্ট জাদুঘর নির্মাণ করা, সাথে সাথে এই শিল্পকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা।হাতে কলমে শিক্ষার্থী বাড়িয়ে শিল্প সত্ত্বা কে এগিয়ে নিয়ে যাওয়া।