উত্তর পূর্ব ভারতে শিল্প ও সাহিত্যের নারী দের হাতে “দেবী আওয়ার্ড”তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী:

কলকাতা, রাজকুমার দাস:—
কথায় বলে একজন সফল পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর অবদান থাকে।কিন্তু বর্তমান সময়ে সেই প্রবাদ পাল্টাতে চলেছে। নারীরা আজ এই সমাজে নিজেরাই আত্মনির্ভর হয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে নিজেদের সাবলম্বী ভাবে গড়ে তুলতে সক্ষম।সেই প্রমাণ অনেকেই দিতে পারবে।শনিবার শহরের এক পাঁচতারা হোটেল এ কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান ,টেক্সটাইল,দপ্তরের মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী উপস্থিত থেকে উত্তর পূর্ব ভারতে যেসব নারীরা আজ শিল্প ও সাহিত্য তে নিজেদের স্ব মহিমায় মেলে ধরেছে তাঁদের হাতে “দেবী সন্মান”-পুরস্কার তুলে দেন।পশ্চিম বঙ্গের সাথে নর্থ ইস্ট এর নারীরা ও উপস্থিত ছিলেন এই পুরস্কার গ্রহণ করতে। আয়োজনে ছিল শ্রী প্রভু চাওলা তথা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ।উপস্থিত ছিলেন উদ্যোগপতি সহ শহরের নামি দামি ব্যাক্তিত্ব।
স্থির চিত্র সৌজন্যে:- বুদ্ধদেব মিশ্র।