August 14, 2022

উত্তর ২৪ পরগণার সন্দেশখালী ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারী বাজারে পুজোর আগেই চালু হচ্ছে স্বামী প্রনবানন্দ হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার

নিজস্ব প্রতিনিধি –

সাধারন মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে  উত্তর ২৪ পরগণার সন্দেশখালী ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারী বাজারে পুজোর আগেই চালু হচ্ছে স্বামী প্রনবানন্দ হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। 

ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ঐ এলাকায়  প্রায় কুড়িবছর ধরে আশে পাশের ১৮টি গ্রামে ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা চলছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এই হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। সম্প্রতি সেন্টারের শিলান্যাস করেন সঙ্ঘের সন্নাসীরা।  যেখানে স্বল্প মূল্যে স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় পরীক্ষা করা হবে ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা

চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এর পাশাপাশি আজ নবনির্মিত প্রণবানন্দ বিদ্যামন্দিরের দ্বারদোঘাটন হয়। সুন্দরবনে সাধারণের জন্য একটি গেষ্ট হাউস  নির্মানেরও সুচনা হয়। 

About Post Author

Total Page Visits: 17 - Today Page Visits: 2