May 16, 2022

উদ্বোধন হয়ে গেল ১৯তম নাট্য মেলার:-

রাজকুমার দাস – কলকাতা

২৬শে নভেম্বর রবীন্দ্রসদনে ১৯তম নাট্যমেলার উদ্বোধন হয়ে গেল।উদ্বোধনে গৌরবময় উপস্থিতি ছিল রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী শ্রী ব্রাত্য বসু,ছিলেন ইন্দ্রনীল সেন,অর্পিতা ঘোষ, নাট্যব্যাক্তিত্ব শ্রীমতী উষা গাঙ্গুলী,গৌতম মুখোপাধ্যায়,ও গৌতম হালদার প্রমুখরা।দীনবন্ধু মিত্র স্মৃতি পুরস্কার এদিন ব্রাত্য বসুর হাতে তুলে দেন রঙ্গকর্মীর র পরিচালক উষা গাঙ্গুলী। কলকাতা পর্যায়ে নাটক চলবে ৬ই ডিসেম্বর পর্য্যন্ত, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে এই উৎসব পালন রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ,মধুসূদন মঞ্চ,শিশির মঞ্চ,মিনার্ভয়া

থিয়েটার,দমদম রবীন্দ্র ভবন,ও অজিতেশ মঞ্চতে প্রায় দুশো র মতন নাটক মঞ্চস্থ হচ্ছে।সাথে নাটকের গান,পুতুল নাচ,মুখাভিনয়, প্রমুখ দর্শকরা দেখতে পাবে। এই উৎসবে সকল নাট্য প্রেমী দর্শকদের বিনামূল্যে নাটক উপভোগ করতে পারবে প্রতি বছরের ন্যায়।এই নাট্য মেলার জনপ্রিয়তা অনেকটাই প্রসারিত, এখন শুধু নাটকের মাঝে ডুবে থাকার পালা।

স্থির চিত্র:-কুন্তল সরকার।

Total Page Visits: 622 - Today Page Visits: 1