June 28, 2022

উমা আসছে ও নিউজ বেঙ্গল অনলাইন এর সাংবদিক সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেসক্লাবে

সাধনা মিস্ত্রি –

কলা সংস্কৃতি ও রাহুল গুপ্ত প্রোডাকশনের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে সম্পন্ন হল উমা আসছে সাংবাদিক সম্মেলন। সমাজে পিছিয়ে পড়া নারীদের কথা মাথায় রেখে তৈরি হল ‘উমা আসছে’। এই বছর দ্বিতীয় বর্ষে পা রাখল ‘উমা আসছে’ সম্মান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রাহুল গুপ্ত, সোমনাথ সাহা, মিষ্টি মিতালি, অভিনেতা গুড্ডু, অভিনেতা সাহেব , শ্রী অমরেশ রায় (প্রেসিডেন্ট লিয়ান্স ক্লাব কলকাতা আর্ট এন্ড কালচার ) , শ্রী সুভাষ চন্দ্র বোস সমাজ সেবী , ড: মৌসম মজুমদার, হিউম‍্যন রাইটসের গোপাল সাহু কলা সংকৃতির টিম , নৃত্য শিল্পী মৌসুমী পাল, এবং এইচ কোম্পানি ও

অন্যান্য অতিথি বৃন্দ। সমাজের বিভিন্ন ক্ষেত্রের নারীদের সন্মান জানানোই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য। নানান প্রতিকূলতাকে জয় করে তারা আজকের উমা।মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ শে আগস্ট

Total Page Visits: 492 - Today Page Visits: 2