June 29, 2022

উমা আসছে

নিজস্ব প্রতিনিধি –

আসছে পুজো , সাজছে ধরিত্রী , আসছে উমা সাজছি আমরা। তাই গতবারের মতো এই বারোও উমা আসছে নিয়ে তৈরী হচ্ছে কলাসংস্কৃতি , সঙ্গে আছে রাহুল গুপ্ত প্রোডাকশন । সমাজে লড়াকু মহিলাদের কুর্নিশ জানানোর প্রয়াস নিয়ে এই উদ্যোগ, এরাই প্রকৃত যোদ্ধা , আসুন সবাই এক হয়ে এই লড়াকু নারীদের করি সেলাম। আগামী 30 অগাস্ট ভারতীয় ভাষা পরিষদ এ সম্মান জানাবো আমরা ২২ অগাস্ট সেই উপলক্ষে আয়োজন করেছি সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাব এ, সমাজের বিশিষ্টজনরা থাকবেন এই সাংবাদিক সম্মেলনে , সঙ্গে শুরু হয়ে যাবে আমাদের পুজোর পরিক্রমার কর্মসূচি ও , পুজোর দিনে আপনার পুজো সেরা , সেই নিয়ে থাকবে আলোচনা আমার পাড়া সেরা পাড়া,
কালাসংস্কৃতি ও নিউস বেঙ্গল অনলাইন এর প্রয়াসে এই অনুষ্ঠান হতে চলেছে । Vox 24×7 ￰থাকছে সমগ্র অনুষ্ঠানের মিডিয়া পার্টনার , অনলাইন ওয়েব মিডিয়া পার্টনার নিউস বেঙ্গল অনলাইন ও আমাদের সাথে আছে , একথা বলেন রাহুল গুপ্ত প্রোডাকশন এর কর্নধার শ্রী রাহুল গুপ্ত।

Total Page Visits: 344 - Today Page Visits: 1