January 22, 2022

উৎসবের মেজাজে টিএসকে ২৫

নিজস্ব প্রতিনিধিঃ

তিলোত্তমাবাসী’কে শীত ঘুম ভাঙিয়ে দৌড়তে শেখানো টিএসকে ২৫কে-ইভেন্টে অংশ নিতে রবিবার সকালে রেড রোডে দেখা মিলল বহু এমন মানুষের যাঁরা পেশাদার দৌড়বিদ নন, কিন্তু তাঁদের দৌড়নোর ইচ্ছা এবং উত্তেজনা-দু’টোই দেখার মতো। আট থেকে আশি প্রত্যেকেই এ দিন লাল সরণী’তে পা মেলালেন, প্রতিযোগীতার মঞ্চে উৎসবের আবহে। শুধু শারীরিক ভাবে সুস্থ মানুষরাই নন, দেখা মিলল বহু প্রতিবন্ধী প্রতিযোগীরও। কেও হুইল চেয়ারে বসে

আবার কেউ ক্ল্যাচের উপর ভর দিয়ে। একজন ব্লেড রানারকেও দেখা যায় এ দিনের দৌড়ে।
এ বারের ম্যারাথনে প্রায় সাড়ে ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে অনেকেই এসেছেন অন্য রাজ্য থেকে শুরু এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য। আয়োজকদের মতে ২০১৮ টিএসকে ২৫কে-এর তুলনায় প্রায় এক হাজারের বেশি মানুষ এবার এই ম্যারাথনে অংশ নিয়েছেন। 

Total Page Visits: 182 - Today Page Visits: 1