June 29, 2022

একশন কমিডি ছবি “লাভ গুরু” র মাধ্যমে কাম ব্যাক করতে চলেছে অভিনেতা লোকেশ ঘোষ

রাজকুমার দাস:—-

প্রায় বহুদিন হলো তাকে বাংলা ছবিতে তেমন দেখা যায়নি,এক সময়ের জনপ্রিয় “লোফার”-খ্যাত নায়ক লোকেশ ঘোষের নিজস্ব প্রোডাকশন অমৃত এন্টারপ্রাইজের ব্যানারে একশন কমেডি ছবি “লাভ গুরু”-র শুটিং শুরু হলো কলকাতার একটি রেস্টুরেন্টে। উক্ত ছবির মাধ্যমে তিনি কাম ব্যাক করতে চলেছে।ছবির পরিচালনায় আশিস মিত্র।সংগীতে ঋক বসু,শঙ্কর দাশগুপ্তের কাহিনী নিয়ে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যাত্রা র শ্রী অনল চক্রবর্তী।ছবির চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন লোকেশ ঘোষ নিজেই,পাশাপাশি আছেন বিশ্বনাথ বসু,অনামিকা সাহা,দুলাল লাহিড়ী,পুলকিতা ঘোষ,সিদ্ধার্থ,ডালিয়া ঘোষ,অভিক ভট্টাচার্য্য,মৃত্যুন হাজরা প্রমুখ।ছবির শুটিং বেশির ভাব ঝাড়খণ্ডের বিভিন্ন লোকেশনে হবে। ঝাড়খণ্ডের বেশ কিছু শিল্পী এতে অভিনয় করছেন, এবং বাংলার পাশাপাশি উক্ত রাজ্যে ও এই বাংলা ছবি আগামী জানুয়ারী যে সম্ভাব্য মুক্তি পেতে পারে বলে জানান ছবির প্রযোজক।

Total Page Visits: 973 - Today Page Visits: 1