একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স – এর 10 বছর উৎযাপন

তনয় মন্ডল – কলকাতা
একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স -এর ১০ বছর উপলক্ষে আইসিসিআর -এ হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স এর প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ মজুমদার, রুচিকা মজুমদার ও দেশ -বিদেশ থেকে আসা সঙ্গীত বিশেষজ্ঞরা। এছাড়া একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স এর ছাত্র-

ছাত্রীরা। একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স কলকাতার একটি প্রিমিয়াম মিউজিক স্কুল ২০১০ সাল থেকে ওয়েস্টার্ন, ক্লাসিকাল, পিয়ানো, কীবোর্ডস, বেহালা, গিটার, ভোকালস, ড্রামস, ইন্ডিয়ান মিউজিক এবং অন্যান্য সংগীত ক্লাস প্রশিক্ষণ দিচ্ছে। একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স -এর প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ মজুমদার যিনি জার্মানির ইউনিভার্সিটিতে মিউজিক শিক্ষকতা করেছেন। তিনি ২০০৫ সালে ট্রিনিটি কলেজ লন্ডন থেকে সেরা সংগীত শিক্ষকের পুরষ্কারও পেয়েছিলেন।তিনি বলেন আমাদের আজ


এই অনুষ্ঠানে একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স এর প্রায় ৩০০ এর ও বেশি ছাত্র-ছাত্রী পারফর্ম করেন। তিনি আরো বলেন মিউজিক শেখার কোন বয়স হয় না তাই যেকোনো বয়সের মানুষ আসতে পারেন। একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স কলকাতার অন্যতম সংগীত বিদ্যালয় হিসাবে সংগীত শিল্পে প্রশংসিত।