August 17, 2022

এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণি ঝড় আমপান

দীপক ঘোষ – কলকাতা

করোনা তে এমনিতেই শিঠিয়ে রয়েছে বাংলার মানুষ এর মধ্যেই যত সময় এগোচ্ছে ততই ভয়ংকর চেহারা নিয়ে রাজ্যের উপকূলীয় এলাকায় তেড়ে শক্তি শালী ঘূর্ণি ঝড় আমপান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর ইতিমধ্যেই এই বিধ্বংসী ঘূর্ণিঝড় সুপার সাইক্লোনে পরিনত হয়েছে। বুধবার সন্ধ্যে অথাৎ বিকেলে এ রাজ্যের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে আমফান। এই ঘূর্ণি ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ১৮৫ কিমি। ইতি মধ্যেই দিঘা থেকে ৭২০কিমি দূরে এবং ওড়িশার পারা দ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে অবস্থান করছে। এই ঘূর্ণি ঝড়ের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই উড়িষ্যা ও রাজ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌছেগিয়েছে। চলছে মাইকিং করে সতর্কতা মূলক প্রচার। ইতি মধ্যেই দিঘা তে প্রবল জলচ্ছাস দেখা যাচ্ছে। এই আমপান এর প্ৰভাবে আজ থেকে রাজ্যের উপকূল জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর, কলকাতা, হাওড়া, হুগলি,দুই ২৪পরগনা, দুই মেদিনীপুরে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

About Post Author

Total Page Visits: 759 - Today Page Visits: 1