“এডু স্টিম জন” এর নতুন শাখার উৎঘাটন

নিজস্ব প্রতিনিধি –
সম্প্রতি চৌহাটী রাজপুরে নতুন শাখা খুললো এডু স্টিম জন। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রী সোমনাথ দাস অভিনেতা গুড্ডু সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে সোমনাথ বাবু আরো বিস্তারিত জানান যে আমি ডঃ সোমনাথ দাস ২৩ ফেব্রুয়ারী ১৯৮৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার সুটাহাটা থানার অন্তর্গত তাজনগর গ্রামে জন্মগ্রহণ করি।

প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করলেও ছোটো থেকে খুবই পরিশ্রমী এবং মানুষের কল্যাণের জন্য বিভিন্ন রকম কাজের কারনই হয়তো ছিল রামপুর বিবেকানন্দ মিশন, হলদিয়া, যেখান থেকে আমার শৈশব জীবনের পড়াশুনো শুরু হয়েছিল। পঞ্চম শ্রেণী পাশ করার পর ভর্তি হলাম মেদিনীপুর রামকৃষ্ণ মিশন এবং এখান থেকেই ২০০৩ খ্রিস্টাব্দে দশম শ্রেণী পাস করার পর ভর্তি হলাম মেদিনীপুর কলেজিয়েট বিদ্যালয়ে। এইভাবে একটু একটু করে মিশনের ভাবধারা নিয়ে বড়ো হয়ে উঠি। তারপর স্কুল জীবন ও কলেজ জীবন কাটিয়ে ২০১২ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর করার জন্য ভর্তি হলাম যাদবপুর

বিশ্ববিদ্যালয়ে, তার সাথে সাথে সহকারী অধ্যাপক হিসেবে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করি । ২০১৮ খ্রিস্টাব্দে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং -এর উপর ডক্টরেট উপাধি অর্জন করার পর শুরু করলাম কিভাবে গ্রামাঞ্চলের মেধাবি শিক্ষার্থীদের অত্যাধুনিক জ্ঞান প্রদান করা যায় তার গবেষণা। ঠিক সেই সময়েই কোভিড-১৯ এর মহামারীর প্রকোপে আমার কর্মরত কলেজের কিছু শিক্ষার্থী যখন আর্থিক ভাবে পিছিয়ে পড়ার কারনে পড়াশুনো বন্ধ করে দিতে চাইল, তখন আমাদের কলেজের অধিকর্তা ডঃ নন্দন গুপ্ত মহাশয়ের তৎপরতায় তাদের যথাযথ ভাবে সাহায্য করে তাদের পড়াশুনো চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এখান থেকেই শুরু হল আমার জীবনের নতুন অধ্যায়। এইভাবেই মিশনের ভাবধারাকে অবলম্বন করে ২০২১

খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করলাম Edu stemZone। সারা ভারতবর্ষের শিক্ষার্থীদের স্বল্পমূল্যে সর্বোত্তম মানের অত্যাধুনিক প্রকৌশল শিক্ষা প্রদান করাই হল EdustemZone -এর মূল মন্ত্র। EdustemZone প্রতিষ্ঠিত করার জন্য আমার সাথে দুইজন প্রাক্তন ছাত্রের (নাম প্রকাশ্যে অনিচ্ছুক) অমূল্য পরিশ্রম জড়িয়ে রয়েছে। যাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সমস্ত ধরণের প্রশিক্ষণ প্রদান করা এবং শেখার কৌশল তৈরি করতে উচ্চাকাঙ্ক্ষীত করা, তার সাথে সাথে গ্রামাঞ্চলের মেধাবি শিক্ষার্থীদের

অত্যাধুনিক জ্ঞান প্রদান করা যাতে তারা বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও সমস্যার মোকাবেলা করতে পারে। প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনার জন্য বিভিন্ন শিল্পের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ, জ্ঞানী ও দক্ষতাসম্পন্ন শিক্ষকদের EdustemZone -এর মধ্যে সংযুক্ত করা হয়েছে। EdustemZone শুধু পশ্চিমবঙ্গে নয় বরং সারা ভারতবর্ষ এবং সাথে অন্যান্য দেশের শিক্ষার্থীদের সমস্ত ধরণের অত্যাধুনিক শিক্ষার মাধ্যমে EdustemZone -কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করছি।