August 11, 2022

এনপিটিইএল এর ইস্ট জোনের ওয়ার্কশপ এবং সংবর্ধনা অনুষ্ঠান

তনয় মন্ডল – কলকাতা

ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং(এনপিটিইএল) পক্ষ থেকে ইস্ট জোন ওয়ার্কশপ এর সংবর্ধনা অনুষ্ঠান ও স্বয়াম-এনপিটিইএল মহাবিদ্যালয়ের একাডেমিক উৎসাহ জোগানোর জন্য হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। একাডেমিক প্রতিষ্ঠানের পাঠক্রম এবং কর্মভিত্তিক বিনামূল্যে অনলাইন কোর্স আইআইটি থেকে (বোম্বে, দিল্লী, গুয়াহাটি, কানপুর, খড়্গপুর, মাদ্রাস, ) স্বয়াম এর উদ্যোক্তা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গভমেন্ট অফ ইন্ডিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর আইআইটি খড়গপুর এর প্রফেসর সিমন কুমার ভট্টাচার্য, বিজু পাটনায়ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি উড়িষ্যা এর ভাইস চান্সিলর প্রফেসর প্রফেসর চিত্তরঞ্জন ত্রিপাঠী, আই আই টি খড়গপুর কডিনেটর এনপিটিইএল এর প্রফেসর আদ্রিজিৎ গোস্বামী ও আরও অনেকে। স্বয়াম এর অনুষ্ঠান প্রবর্তিত সরকার দ্বারা এবং চিত্রিত হয়েছে তিনটি প্রধান শিক্ষা পলিসির জন্য প্রবেশ, ন্যায়, এবং গুন।

About Post Author

Total Page Visits: 331 - Today Page Visits: 2