May 16, 2022

এন আর এস হসপিটালের ঘটনায় হলদিয়ায় চিকিৎসা সেবায় কর্মবিরতি:-

হলদিয়া, বিশ্বনাথ দাস,পূর্ব মেদিনীপুর:–

গত পরশু এন আর এস হসপিটালে জুনিয়র ডঃ পরিবহ মুখার্জির উপর নির্মম আক্রমণের প্রতিবাদে আজ হলদিয়া মহকুমা হাসপাতাল সহ সমস্ত নার্সিংহোম ও সমস্ত চেম্বার সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রেখে কর্ম বিরতি পালন করে। এই আক্রমণের প্রতিবাদে বিকাল সাড়ে চারটায় স্যাব নার্সিংহোম থেকে শুরু করে একটি মৌন্য মিছিল বের হয়। মিছিল টি গিরিশ মোড়, হাজরা মোড়, মঞ্জুশ্রী, তালপুকুর, দূর্গাচক হয়ে হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে এসে শেষ হয়। এই

মিছিলে অংশগ্রহণ কারী চিকিৎসা সেবার সাথে যুক্ত বিশিষ্ট ডাক্তার সাহেব গন তাদের নিজ নিজ বক্তব্যে এন এস আর সহ বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারদের নিগ্রহের কথা উল্লেখ করে প্রতিবাদ জানায়। উপস্থিত ছিলেন ডাঃ প্রশান্ত পাল, ডঃ শান্তনু দাস ডাঃ রহমান, ডাঃ বিধান রায়, ডাঃ সমীর রঞ্জন খাঁড়া সহ একাধিক ডাক্তার সহ চিকিৎসা সেবায় যুক্ত ব্যক্তিরা।

Total Page Visits: 725 - Today Page Visits: 1