January 18, 2022

এবারের কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরের মূল ফটক করোনার আবহে

দীপক ঘোষ – কলকাতা

দীর্ঘ তিন মাস ধরে করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য বন্ধ ছিল তারাপীঠের মন্দির এবং তারই সঙ্গে বন্ধ ছিল সতীপীঠ তারাপীঠ মন্দিরের মূল ফটক ও গর্ভগৃহ। তাই এবারে কৌশিকী অমাবস্যায় করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতির ওপর ফের মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ ও বীরভূমের জেলাশাসক। তাই জনসমাগমের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির আগামী ১২ই আগস্ট থেকে ২০শে আগস্ট মন্দির বন্ধ থাকছে। কারণ কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। করোনা ভাইরাসের জন্য যদি বিপুল পরিমাণে লোক হয় তাহলে ব্যাঘাত ঘটতে পারে সামাজিক দূরত্বের। বিগত বছরের দিনগুলোতে এমনিতেই কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড় সামলানোর জন্য হিমশিম খেতে হয়েছিল জেলা প্রশাসন থেকে পুলিশকর্মী পর্যন্ত। তাই এবারে করোনা আবহে দর্শনার্থীদের কোন মতেই জন সমাগম সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে এবছর কৌশিকী অমাবস্যায় মা তারার আবির্ভাব উৎসব তিথিতে তারাপীঠ মন্দিরের মূল ফটক আগামী ১২ই

আগস্ট থেকে ২০শে আগস্ট পর্যন্ত মন্দিরের মূল ফটক বন্ধ রাখার নির্দেশ দিল মন্দির কমিটি ও প্রশাসনের তরফ থেকে। কারণ কৌশিকী অমাবস্যা অর্থাৎ মা তারার আবির্ভাব তিথি আগামী ১৮ ও ১৯ শে আগস্ট এবং তারই সঙ্গে করোনা ভাইরাস ও জনসমাগমের কথা মাথায় রেখে কোন বহিরাগত দর্শনার্থী ভিআইপি ভিভিআইপি কেউই মন্দিরে প্রবেশ করতে পারবে না মন্দির ও মন্দিরের গর্ভগৃহে। তারাই শুধু মন্দিরে প্রবেশ করতে পারবে যারা মন্দিরের সেবাইত বিশেষ পুজো ও নিত্য পূজা করে যারা একমাত্র তাদেরকে অনুমতি দেওয়া হবে কৌশিকি অমাবস্যা উপলক্ষে। এটা বিবেচনা করবেন মন্দির কমিটির পক্ষ থেকে। এছাড়া যানবাহন নিয়ন্ত্রন ও ১২ থেকে ২০শে আগস্ট পর্যন্ত তারাপীঠ সংলগ্নএলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। তারাপীঠে কৌশিকী অমাবস্যার মন্দির বন্ধ হওয়ার জন্য ভক্তদের বাড়িতে থেকেই পুজো দেওয়ার অনুরোধ জানান এক সেবায়েত এবং তিনি বলেন সকলে মিলে মা তারার কাছে প্রার্থনা করুন যেন খুব তারাতড়ি আমরা সকলে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাই।

ছবি – তারাপীঠ মন্দির কমিটি।

Total Page Visits: 598 - Today Page Visits: 1