এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির বিশ্বমানবাধিকার দিবস পালন

তনয় মন্ডল – কলকাতা
সারা বিশ্বজুড়ে মানুষের মানবাধিকার সুরক্ষার মৌলিক অধিকার রক্ষায়, ন্যায় বিচার, গণতান্ত্রিক অধিকার, সংবিধানিক অধিকার, নাগরিক অধিকার সুরক্ষার জন্য কলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল এশিয়ান হিউম্যান সোসাইটির বিশ্বমানবাধিকার দিবস।

ভারতবর্ষ এবং তার অধীনস্ত্র রাজ্যগুলি ও ৬৭% থেকে ৭১% শতাংশ মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ভোট ব্যাঙ্কের লোভে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – কমল ভট্টাচার্য, কাজী সফিউল্লাহ, অশোক সাহা, সঞ্জীবন ব্যানার্জী, পরিমল দাস ও অভিনেত্রী/রাইটার /সমাজসেবী শিল্পী চক্রবর্তী এবং এশিয়ান হিউম্যান সোসাইটির আন্তজার্তিক জাতীয় ও রাজ্য

মানবাধিকার মহাসচিব কাজী সাদিক হোসেন।তিনি বলেন -“দেশের যুব সমাজকে আমাদের মা, বোন, স্ত্রী সহ দেশের নারী, কিশোরী, ও শিশুদের মান, সম্মান ইজ্জত আবরু বাঁচাতে ধর্ষণকারীদের প্রকাশ্যে পুরুষাঙ্গ ছেদ করে হিজড়ে কিন্নর বানিয়ে ঘর ও দেশ থেকে বের করে দাও”। এছাড়া উপস্থিত ছিলেন এশিয়ান হিউম্যান

রাইটস সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাবানা বেগম । ধর্মের ভিত্তিতে নাগরিক পঞ্জী এবং নাগরিক সংশোধনী বিল পাস নয়। বিশ্ব জননী মানবাধিকার সুরক্ষা সনদ আইন অনুযায়ী নরেন্দ্র মোদী ও অমিত সাহাকে তাঁর সাচ্চা একনিষ্ঠ ভূমিকা পালন করতে হবেই।