ঐতিহ্যের সাথে আধুনিকত্বের মেলবন্ধন ফুটে উঠবে ক্যাম্পবাগান সাধারন দুর্গোৎসব কমিটির মন্ডপে

সাধনা মিস্ত্রী, কলকাতা
৭২ তম বর্ষে পা রাখল ক্যাম্পবাগান সাধারন দুর্গোৎসব কমিটি। পরিচালনায় মহিলা সমিতি প্রতি বছরের মতো এবছরও থিমের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে মন্ডপ।এবছরের আকর্ষণীয় থিম ঐতিহ্যের সাথে আধুনিকত্বের মেলবন্ধন। বোঝাই যাচ্ছে ঐতিহ্যের সাবেকিয়ানায় পরিপূর্ণ এবছরের মন্ডপ।

আধুনিকতাকে আপন করতে করতে কোথাও না কোথাও আমরা যেন আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। আর ঠিক মানুষের মনে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তৈরি হতে চলেছে এই থিম। মন্ডপ নির্মানে রয়েছেন কুশ ও শুভঙ্কর,ও প্রতিমা শিল্পী মুরারী মোহন পাল সভাপতি – তন্দ্রা দাস , সম্পাদিকা- সোমা দে ও পিঙ্কি নাগ। থিম – ঐতিহ্যের সাথে আধুনিকত্বের মেলবন্ধন।
About Post Author
Total Page Visits: 425 - Today Page Visits: 2