May 22, 2022

ওঁদের’ জন্য বিশেষ প্রাইড কালেকশন

নিজস্ব প্রতিনিধিঃ

লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার ও কুইয়ারদের সমর্থনে বাজারে ‘প্রাইড কালেকশন’ নিয়ে এলো কোলকাতার অন্যতম সেরা স্বর্ণ ও জহরতের কারবারী ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’।
এই অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস’-এর কার্যনির্বাহী নির্দেশক শুভঙ্কর সেন জানান, “যে সমাজকে মূল সমাজ এখনো অপাংক্তেয় করে রেখেছে, সেই সমাজের প্রতি সম্মান জানাতেই আমরা বাজারে আনলাম ‘প্রাইড কালেকশন’।”
এদিন চিত্রাঙ্গদা-র বেশে আসেন সায়ন্তনী ঘোষ, রাজা এলা-র বেশে আসেন রোমা মণ্ডল, মোহিনী-র বেশে আসেন রিন্টু, কৃষ্ণকলি-র বেশে আসেন প্রীতম মণ্ডল, বৃহন্নলা-র বেশে আসেন বিক্রম এবং চণ্ডী-র বেশে আসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডঃ মানবী বন্দ্যোপাধ্যায়।

Total Page Visits: 342 - Today Page Visits: 1