ওঁদের পাশে শিশু কল্যান

সপ্তর্ষি সিংহঃ
রাস্তা ওঁদের ঘর। কোনওরকম দুবেল খাওয়া থাকা পথশিশুদের কাছে স্বাধীনতা দিবস শব্দটি বড় বেমানান। কিন্তু তাঁদের মুখে হাসি ফোটাতে শহরের এক তরুন স্বেচ্ছাসেবী সংগঠন শিশু কল্যান এর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের দিন পথশিশু ও পথ মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হয়। এই বিষয়ে সংগঠনের উদ্যোক্তা কল্যান সাহা বলছিলেন, ২০১৫ সাল


সমাজের অবহেলিত মানুষ ও সারমেয়দের উদ্দ্যেশে কিছু করার লক্ষ্যে পথ চলা শুরু হয়। গত বছরের ন্যায় এই বছরও উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় প্রায় ৮০০ জন মানুষকে খাওয়ার তুলে দিতে এই উদ্যোগ

নেওয়া হয়েছে। এদিন উপস্হিত ছিলেন সংস্হার পক্ষ থেকে প্রায় ৬০ জন সদস্য সহ শিক্ষিকা ইণ্দ্রানী গাঙ্গুলি , সাংবাদিক পায়েল , রুপান্তর কামী আইনজীবি মেঘ সায়ন্তনী,বেগম জান , সুমন পোদ্দার সহ বিশিষ্টরা।