October 6, 2022

ও,টি,টি প্লাটফর্মে মুক্তি পাবে দুটি ওয়েব ফিল্ম “দা লস্ট রিসোর্ট” ও “স্তব্ধ”

সঞ্জয় ভট্টাচার্য – কলকাতা

সম্প্রতি দক্ষিণ কলকাতার হয়ে গেলো দুটি ওয়েব ফিল্ম এর ডিরেক্টর, প্রোডিউসার ও অভিনেত্রী এবং অভিনেতা দের নিয়ে একটি সাংবাদিক বৈঠক। টিউলাইট প্রোডাকশন এর কর্ণধার শ্রী নবনিত ভটিকা (মুম্বাই) সহ এই প্রোগ্রাম

উপলক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর তরুণ ঘোষ, বিশাল, চৈতালি দাস ও দীপ মাইতি, আরো অনেকে। ভৌতিক গল্প ” দা লস্ট রিসোর্ট” ও নারীদের নিয়ে যে অত্যাচার হয় তার প্রতিবাদ এর গল্প নিয়ে “স্তব্ধ” এই দুইটি গল্প পরিচালনার দায়িত্বে আছেন পরিচালক তরুণ ঘোষ ও দুটিতেই সিনেমার কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নবনিত ভটিকা

নিজে। প্রোডিউসার নবনিত ভটিকা ২০১২ সালে প্রথম বাংলা সিনেমা দিয়ে তার হাতেখড়ি তারপর তিনি মুম্বাই গিয়ে অনেক গুলো সিনেমা তৈরি করেন। বিশ্ব সুন্দরী জিনা তামানের সাথে রয়েছে কাজের অভিজ্ঞতা। এই দুটি

সিনেমা আমাজন প্রাইম এ দেখতে পাওয়া যাবে, কারণ বর্তমান পরিস্থিতি তে সব থেকে ভালো দেখানোর জায়গা হলো ott প্লাটফর্ম।

ছবি – রাজিব মুখার্জি।

About Post Author

Total Page Visits: 505 - Today Page Visits: 1