কবিগুরু লহ প্রণাম

নিজস্ব প্রতিনিধি –
অমর যাঁরা তাদের মৃত্যু তো হয়না; প্রকৃতির নিয়মে দেহ বিয়োগ হয় মাত্র। আজকের দিনে, ২২ শে শ্রাবণে কবিগুরুর প্রয়াণে দেশবাসী শোকস্তব্ধ হয়েছিলো ঠিকই, কিন্তু তাঁর সাহিত্যে তিনি আজও বেঁচে আছেন। তিনি বেঁচে আছন গীতাঞ্জলিতে, বেঁচে আছেন ভারতবর্ষের জাতীয় সঙ্গীতে, বেঁচে আছেন ‘আমার সোনার বাংলা’য়। বেঁচে থাকবেন তিনি, অমর হয়েই থাকবেন বাংলা সাহিত্যে। আজ সেই অমর শিল্পী, সেই জীবন্ত সাহিত্যিকের ৭৯ তম প্রয়াণ দিবস। আজ বাইশে শ্রাবণ। মহাপ্রয়াণের পরে অনন্তকাল অতিবাহিত হয়েছে, এই দীর্ঘ ব্যবধানেও সাহিত্যাকাশে রবিপ্রভা পরিম্লান হওয়া দূরের কথা, আরও প্রদীপ্ত, আরও দীপ্তিমান হয়েছে। বাঙালী জাতির ভাষা ও সাহিত্য ত দিন থাকবে, ততদিন সাহিত্য অক্ষয় ও অমর থাকবে। অমর থাকবেন রবি ঠাকুরও। সাহিত্য সংস্কৃতির বোধ নিয়ে মানব জাতি যতদিন তার অস্তিত্বকে ধরে রাখবে, সৃষ্টিতে ততদিন রবীন্দ্রনাথ থাকবেন চলার পথের দিশারী হয়ে.. কবিগুরুর এই প্রয়াণের দিনে পেপার কাটিং শিল্পী সৌরভ আদক তাঁর শিল্প সাধনায় ফুটিয়ে তুললেন কবিগুরুর অবয়ব। তাঁর বক্তব্যে “আমি তাঁকে আমার শিল্পে ফুটিয়ে তুলতে পেরে বড্ড গর্বিত। তিনি ঈশ্বর সম। আমার মতো হাজারো শিল্পীদের অনুপ্রেরণা তিনি।”