করোনার আবহে এবারের রাখি পূর্ণিমা উৎসবে তেমন সাড়া নেই

দীপক ঘোষ – কলকাতা
আজ রাখি বন্ধন উৎস কিন্তু এবারে করোনা সংক্রমণের জন্য এবছর রাখি উৎসবের তেমন সাড়া পাওয়া গেল না। একদিকে রুটি – রুজির টান অন্যদিকে যথাযথ গন্তব্যে না পৌঁছানো , তারই জেরে রাখির বাজারে এবার সেই জৌলুস আর দেখা গেল না। করোনার আবহে তা প্রমাণ করে দিল আগের দিন অর্থাৎ রবিবার রাখির বাজার ছিল প্রায়ই ফাঁকা। রাখি যোগানো ও এবারে কম ছিল। করোনা সংক্রমণ এর জন্য উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মধ্য কলকাতাসহ গোটা রাজ্যজুড়ে ছিল একই চিত্র। একেবারেই রাখির যোগান নেই তা নয়। কয়েকটি দোকানে সামান্য রাখি বিক্রির জন্য যেটুকু যোগান রয়েছে সে টুকু কেনার জন্য ও ক্রেতা দের দেখা মিলল না। অন্যান্য বছর যেমন হিড়িক পড়ে যায় রাখি কেনার জন্য বছরের তেমনটি দেখা গেল না। অনেকটাই ফাঁকা ফাঁকা। সামাজিক দূরত্ব যেন বেশি পড়েছে রাখির বাজারে। তাই এবারে রাখি উৎসব দেখা গেলো সেলিবেশন থেকে শুরু করে সবটাই ডিজিটাল এর মাধ্যমে। অনেকে আবার ভিডিও কলের মাধ্যমে ভাই দাদাদের রাখি উৎসবের সেলিব্রেশন জানাচ্ছেন। তারই সঙ্গে রাখির ছবি আরো কিছু মেসেজ পাঠিয়ে দিচ্ছেন ভাই দাদা দের কে। সব মিলিয়ে রাখি উৎসবের আমেজ অনেকটাই ফিকে দেখা গেল।