করোনার থাবায় স্হগিত আইপিএল

নিজস্ব প্রতিবেদনঃ
করোনাভাইরাসের সংক্রমণের জেরে আসন্ন আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, শুক্রবার বোর্ডের বৈঠকে স্থির হয় আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া নির্ধারিত আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে তা শুরু হবে। এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আইপিএল না করার পরামর্শ দিয়েছিল বিদেশমন্ত্রক। একই সঙ্গে এ বিষয়ে বোর্ডকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়। এহেন পরিস্থিতিতে আইপিএল হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়তে শুরু করে। শেষমেশ পরিস্থিতির কথা বিবেচনা করে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক বিবৃতিতে বোর্ড জানায়, “আইপিএলের অংশগ্রহণকারী দল, সাধারণ দর্শকের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিসিসিআই যুব ও ক্রীড়া মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং অন্যান্য প্রাসঙ্গিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বিভাগের সঙ্গে নিবিড় ভাবে কাজ করবে।”