করোনা বিধি মেনেই পলিত হলো নৈহাটির বড়মা এর পুজো

প্রশান্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা
নৈহাটির বড়মা এর একদিনের পুজো হলেও হাজার হাজার ভক্তর আগমনে সাড়ম্বরে ও নিষ্ঠা সহকারে পুজিত হল নৈহাটির বড়মা। বড় মায়ের শনিবারে রাতে অমানিশিতে ১৫ নভেম্বর ২০২০ তে পুজো শুরু হয়। পরের দিন রবিবার মাত্র একদিনের জন্য বড় মা পুজিত হয়। সরকারী নির্দেশিকা মেনে নিয়ে পুজো কমিটির উদ্যোক্তারা সোমবার বিকেলে বড় মায়ের বিসর্জন দিয়ে দেন। দন্ডি কাটা, অঞ্জলি দেওয়া, ধুপ ও মোমবাতি জ্বালানো এসব কিছুই প্রশাসন ও বড়কালি


পূজা সমিতির তরফ থেকে নিষেধ ছিলো। তা সত্ত্বেও বলবো যে,কমিটির সভাপতি স্বপন দত্ত ও সম্পাদক তাপস ভট্টাচার্য্য মাইকে একটানা প্রচার করেছেন এবং দর্শক ও হাজার হাজার ভক্তদের জানানো হয়েছে যে, আগামি বছরে আমরা আগের বছরগুলির মতো আবার দর্শক ও লক্ষ লক্ষ মানুষকে আনন্দ উপভোগ করতে সক্রিয় উদ্যোগ পালন করা হবে। জাগ্রত বড় মা করোনা আবহের মধ্যে প্রশাসনিক সহযোগীতায় দারুণ ভাবে পূজিত হন এবং বিসর্জিত হন