করোনা যোদ্ধাদের সম্মান নিউ টাউন রাজার হাট কোয়ারেন্টিন সেন্টার এর উপর বায়ু সেনাদের পুষ্প বৃষ্টি

দীপক ঘোষ – কলকাতা
এক ঐতিহাসিক মুহূর্ত গড়ে উঠলো গত ৩ রা এপ্রিল নিউ টাউন কোয়ারেন্টিন সেন্টারের উপর পুষ্প বৃষ্টি করলো ভারতীয় বায়ু সেনা। করোনা যোদ্ধা দের ধন্যবাদ জ্ঞাপন ও শ্রদ্ধা প্রদর্শনে আকাশ থেকে ঝড়ে পড়ল ফুল। দেশের স্বাস্থ্য কর্মীদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিলো ভারতীয় বায়ু সেনা।
কোয়ারেন্টিন সেন্টারের বাইরে চিকিৎসক, নার্স, ও স্বাস্থ্য কর্মীরা বেরিয়ে আসেন হাত তালি দেন।
সেদিন কোয়ারান্টিন সেন্টারের বাইরে প্রচুর মোতায়েন ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা। স্থল, বায়ু, নৌ সেনা, এই তিন বাহিনীর সদস্যরাই এই অনুষ্ঠানের আয়োজন করেন।
About Post Author
Total Page Visits: 549 - Today Page Visits: 1