October 7, 2022

কলকাতায় সুজুকির নয়া দুটি মডেল

সপ্তর্ষি সিংহঃ

শহরে মোটসাইকেলের বাজরে অন্যতম নাম মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্হা সুজুকি ইণ্ডিয়া। আধুনিক ডিজাইনের নয়া দুটি মডেল জিক্সার এসএফ ২৫০ ও জিক্সার এসএফ কলকাতার বাজারে উন্মোচন হল। সোমবার শহরের এক রেস্তোরাঁয় সংস্হার সেলস বিভাগের ন্যাশনাল হেড দীপক মুত্রেজা ও প্রোডাক্ট প্ল্যানিংয়ের জেনারেল ম্যানেজার ওয়াইশিকি হারাডার উপস্হিতিতে কলকাতার বাইকপ্রেমীদের কাছে আত্মপ্রকাশ ঘটল।


জিক্সার ২৫০ এসএফ দুটি রং মেটালিক ম্যাট প্ল্যাটিনাম সিলভার এবং মেটালিক ম্যাট ব্ল্যাক যার বাজার মূল্য ১,৭০,৬৫৫ টাকা এবং ১,০৯,৮৭০ টাকা।

About Post Author

Total Page Visits: 454 - Today Page Visits: 2