কলকাতা আলোর দিশার আয়োজনে সিনিয়ার সিটিজেন্স এ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি –
করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও বিপদ কাটেনি এখনও। এই অবস্থায় সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যে সার্বিক নিয়ন্ত্রণ বিধি ১৫ জুলাই পর্যন্ত চালু থাকার কথা। কিন্তু ১৪ তারিখে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জানানো হয়

লকডাউন বাড়ছে আরো ১৫ দিনের। রাজ্যে এখন চলছে আংশিক লকডাউন। বেশ কিছু বিধিনিষেধ রয়েছে নানা ক্ষেত্রে কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যে গত দুমাস ধরে এই বিধিনিষেধ চলছে। এই লকডাউনে ফলে

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ এর। তাই এই সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম কলকাতা আলোর দিশা সংস্থার সেক্রেটারি শ্রী অমিত বসু রায়চৌধুরী আমাদের

জানান এই লকডাউনে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষগুলির মুখে প্রায় রোজই অন্ন তুলে দেবার চেষ্টা করেছি। লকডাউনে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে যেমন

গান,অংকন, অভিনয়,নৃত্য প্রতিযোগিতা এছাড়াও আমাদের সংস্থা কলকাতা আলোর দিশার পক্ষে থেকে সিনিয়ার সিটিজেন্স দের এ্যাওয়ার্ড ও আমরা দিচ্ছি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই করোনার মধ্যেও আমাদের পাশে

সব সময়ই যারা আছেন তাড়া হলেন পিয়ালী বসু রায় চৌধুরী,রুমা মুখার্জ, শিপ্রা রায়,শ্রী রুদ্র সেন, ঝুমকি সেন, শাশ্বত চ্যাটার্জি, ও পিয়ালী পাল প্রমুখ।