কলকাতা প্রেস ক্লাবে আকিঞ্চন পত্ৰিকা প্রকাশনীর কবিতার বই “স্মৃতিকথা” প্রকাশিত হয়ে গেল সম্প্রতি

তনয় – কলকাতা
“সব বিভেদের বাঁধ ভেঙে সারা পৃথিবীটা হোক মানুষের দেশ, মানুষ মানুষের ভালোবাসায় গড়ে উঠুক মুক্ত, সুন্দর নতুন পরিবেশ ” 27শে নভেম্বর, বুধবার কলকাতার প্রেস ক্লাবে আকিঞ্চন পত্ৰিকা প্রকাশনীর কবিতার বই “স্মৃতিকথা” প্রকাশিত হয়ে গেল. বইটি লিখেছেন কবি সুদর্শন বোস. বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক মাননীয় সূর্য্যাংশু ভট্টাচার্য. এছাড়া উপস্থিত ছিলেন রবীন্দ্র পুরস্কারে সম্মানিত কবি পবিত্র মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী আব্দুর রব, ভারত সভার প্রেসিডেন্ট সত্যব্রত চৌধুরী, গণ আন্দোলন কর্মী শীলা চৌধুরী ও আকিঞ্চন পত্ৰিকার সম্পাদক অরুন ভট্টাচার্য ও আরও অনেক বিশিষ্ট শিল্পী ও লেখক.
কবি সুদর্শন বোস পশ্চিম পুটিয়ারী নস্কর পাড়ায় 1961 সালে 25জানুয়ারি জন্মগ্রহণ করেন. এই বইটিতে মোট 74টি কবিতা আছে. কবি বলেন – কবিতা গুলি লেখার মধ্যে ছন্দের মিল রাখার চেষ্টা করা হয়েছে আশা করি সবার ভালো লাগবে. আপনাদের উৎসাহ ও সহযোগিতা পেলে হয়তো পরবর্তী কালে আরও অনেক বই প্রকাশনায় নিজেকে মেলে ধরতে পারবো।