কলকাতা প্রেস ক্লাবে মুক্তি পেল বাংলা গানের এলবাম তারা তুই তো আমার মা ও তোর এই ভালোবাসারই ছোঁয়াকে

সোমনাথ সাহা – কলকাতা
রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি থেকে শুরু করে বাউল, লালন গীতি, ভাটিয়ালি, আধুনিক, ক্লাসিক, রাগাশ্রয়ী সংগীতের মতো অসংখ্য গান মজুত রয়েছে বাংলা ভাষাতে। কিন্তু এইসব গানের উপরে আছে শ্যামা সঙ্গীত। আর সেই হারিয়ে যাওয়া শ্যামা সঙ্গীত কে ফিরিয়ে আনতে তরুন প্রজন্মের গায়ক রনবীর রায়। মধুর কন্ঠে মন জয় করা এই গানটির নাম “তারা তুই তো আমার মা”। তারা মায়ের প্রতি অসীম ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে মাখা এই গানটি মুক্তি পেল প্রেস ক্লাবে , মায়ের প্রতি একজন সন্তানের এক ভালোবাসার

চাওয়া, মায়ের দেখা পাওয়ার জন্য এক করুন আকুতি এই গানে প্রকাশ পেল। মায়ের অসীম কৃপার পাত্র হতে চান তিনি। নিজের জীবন সপতে চান তিনি। আর এই সব কিছুর সংমিশ্রণে তৈরি এই গান। গানটির পুরো শ্যুটিং হয়েছে তারাপীঠে। মায়ের মন্দিরে ও গানের শ্যুটিং হয়েছে । “তারা তুই তো আমার মা” গানটির কথা লিখেছেন শিল্পী সঙ্গীতা দেব। মিউজিক দিয়েছেন শিল্পী নিজেই রনবীর রায় ও মিউজিক তত্বাবধানের দ্বায়িত্ব সামলেছেন জনপ্রিয় শিল্প সৌমেন নন্দি। অপর আর একটি এলবাম “তোর এই ভালোবাসারই ছোঁয়াকে” গানটির মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন রনবীর রায়। কথা দিয়েছেন গানটির গায়ক সঙ্গীতা দেব। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

অভিনেতা শ্রী রাহুল বর্মন , Angel Digital চ্যানেলের প্রধান সুমিত পাল। তিনি বলেন “এই ধরনের গান বাংলার সম্পদ। আমরা চাই প্রতিটি মূহুর্তে এইধরনের গানের জন্ম হোক। আর তার জন্য আমরা সবসময় সাথে আছি”। আজ যে দুটি বাংলা গানের একটি অডিও এলবাম ও আর একটি ভিডিও এলবাম লাউঞ্জ হলো সকল কে বলবো শোনার জন্য ।