কলকাতা লিগে জয়হীন বাগান ব্রিগেড

নিজস্ব প্রতিনিধিঃ
দ্বিতীয় ম্যাচেও জয় পেল না মোহনবাগান। প্রথমার্ধে কাস্টমসকে বাগে পেয়েও কাজের কাজটি করতে পারল না কিবু ভিকুনার ছেলেরা। ঘরের মাঠে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল দল।
পিয়ারলেসের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চেয়েছিল মোহনবাগান। প্রথমার্ধে মাঝমাঠের দখল ছিল বাগান ফুটবলারদের পায়ে। জোসেবা বেতিয়ার নেতৃত্বে ছোট ছোট পাস খেলে বিপক্ষকে টেক্কা দিতে চেয়েছিল ভিকুনার ছাত্ররা। কিন্তু দ্বিতীয়ার্ধে উধাও বাগানের সেই চেনা ছন্দ। কাস্টমসের গতির বিরুদ্ধে এঁটে উঠতে পারছিলেন না বাগান ডিফেন্ডাররা। বিধি বিরুদ্ধ ফাউল করে মাঠ ছাড়তে হয় কিমকিমাকে। এদিনের ম্যাচে শঙ্কর রুখে না দাঁড়ালে আর মোহনবাগানের নামের পাশে লেখা থাকতো আরও একটি লজ্জার হার। তাঁকেই ঘোষণা করা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। খেলার শেষ বাঁশি যখন আসন্ন তখনই একক দক্ষতায় বাগানের জালে বল জড়িয়ে দেন স্ট্যানলি। ১-১ ফলাফলেই শেষ হয় ম্যাচ। পরাজয়ের হাত থেকে বাঁচলেও এদিনের হারের পর বাগানের দল নিয়ে উঠতে পারে একাধিক প্রশ্ন।