June 29, 2022

কিডনি বিষয়ক চিকিৎসায় দিশা দেখাচ্ছে নারায়না

সপ্তর্ষি সিংহ :

সমগ্র বিশ্বের সাথে সাথে ভারতেও ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে কিডনি-এর সমস্যা। এই মুহূর্তে আমাদের দেশ এমন জায়গায় চলে গেছে যে প্রতিদিন ১০ মিনিট অন্তর অন্তর মূত্রাশয় প্রতিস্থাপনের জন্য একটি করে নতুন রোগীর নাম নথিবদ্ধ হচ্ছে, এর পাশাপাশি সময় মতো মূত্রাশয়(কিডনি) না পাওয়ার কারণে প্রতিদিন ১৫ জন রোগী মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন। গত ৩ ও ২৮ জুলাই ‘নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া’ সাফল্যের সঙ্গে দুই রোগীর দেহে মূত্রাশয় প্রতিস্থাপন(কিডনি ট্রান্সপ্ল্যানটেশন) করেছে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে নারয়নার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিলেন চিকিৎসক শর্মিলা থুকরাল, ডাঃ অভয় কুমার ও হসপিটালের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া’-র তরফ থেকে চিকিৎসকেরা জানিয়েছেন, “আজকের দিনে মূত্রাশয়ে সমস্যার জন্য বয়স কোনো বিষয় বলে গ্রাহ্য হচ্ছে না। যেকোনো বয়সেই এই রোগ হচ্ছে। এই রোগে আক্রান্ত হয়ে ঘরের জমানো অর্থ ও জীবন বিসর্জনের ইচ্ছা না থাকলে, প্রত্যেককে দেখতে হবে তাঁরা যখন প্রস্রাব করছেন তখন অধিক সময় গ্যাঁজা দেখা যাচ্ছে কিনা। এইরকম হলে বুঝতে হবে শরীর থেকে প্রোটিন বেড়িয়ে যাচ্ছে।এইরকম হলে বুঝতে হবে শরীর থেকে প্রোটিন বেড়িয়ে যাচ্ছে। এই রকম কোনো বিষয় নজরে এলেই আগে যোগ্য চিকিৎসকের স্মরণাপন্ন হওয়াটাই বাঞ্ছনীয়। প্রাথমিক সময়ে শরীর থেকে সমস্যাটাকে সরিয়ে দিতে পারলেই অর্থ বা জীবন নাশকারী এই রোগকে চিরতরে পরাস্ত করা যেতে পারে।”

Total Page Visits: 299 - Today Page Visits: 1