কেরালায় নিশংস ভাবে গর্ভবতী হাতি ও তার সন্তানকে হত্যা করার প্রতিবাদে ও বাউল গান করে সচেতন করতে বর্ধমানের পথে স্বপন দত্ত বাউল

দীপক ঘোষ– কলকাতা
কেরালার কিছু অমানুষের অমানবিক অত্যাচারে অবলা পশু হাতি ও তার মাকে আনারসের মধ্যে বাজি দিয়ে নিশংস ভাবে হত্যা করল। এই অবলা জীব দের উপর অত্যাচার ও হত্যা দিন দিন বেড়েই চলেছে আমাদের দেশে। তারি ই এই বিষয় নিয়ে বর্ধমানের রাস্তায় রাস্তায় বাউল গান এর মাধ্যমে প্রতিবাদ ও সচেতন করেনবর্ধমানের স্বপন দত্ত বাউল । তিনি তার বক্তব্যে বলেন আমি একজন নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনের শিল্পী পশুপ্রেমী শিল্পী হয়েও তাই বর্ধমানের পথে পথে ঘুরে বাউল গানের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করছি। তিনি আরও জানালেন লকডাউন মিটে গেলেই সারা রাজ্যে জেলা জেলায় যাবো এমনকি তিনি দিল্লিতে গিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে ও প্রতিবাদের ঝড় তুলবো বাউল গান করে। সরকারের কাছে গানেগানে আবেদন করব আইন যেন এমন কঠিন সাজা ওই পশু হত্যাকারী মানুষ নামের কলঙ্ক অমানুষ গুলো কে সেই কঠিন শাস্তি সাজা দেখে আর কেউ যেন না, সাহস পায় অবলা জীব ও প্রাণী পশু হত্যা করতে।সবশেষে তিনি জানালেন আজ দেশবাসীর কাছেআমার একটাই অনুরোধ করি সকলেই আমার পাশে দাঁড়ান অবলা জীব পশু প্রাণী হত্যার তীব্র প্রতিবাদ করুন। তাই স্বপন দত্ত বাউল এর এই প্রতিবাদ ও সচেতন বর্ধমান শহরে মানুষের মনে যথেষ্ট সাড়া ফেলে দেয়।