May 16, 2022

কোলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে নিউজ বেঙ্গল অনলাইন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি –

“News Bengal Online Excellence Award” এবার তৃতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে। সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রের সেরাদের সম্মানিত করার লক্ষ্যে এই প্রচেষ্টা। নাটক-অভিনয়, সংগীত, নৃত্য, রুপসজ্জা, সাংবাদিক থেকে সমাজকর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের গুণীদের সেরার সেরা স্বীকৃতি তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। গত দু বছর নিউজ বেঙ্গল অনলাইন সম্মানিত করেছে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেদের, সকলের ভালোবাসায় এবারও এই প্রয়াসে অনড় টিম নিউজ বেঙ্গল অনলাইন। প্রতিবারের মতো কলকাতা প্রেস ক্লাবেই আনুষ্ঠানিক ভাবে উপস্থাপিত হবে “News Bengal Online Excellence Award 2018” এছাড়া ওই দিন অনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে নিউস বেঙ্গল অনলাইন পূজা পরিক্রমা ও নিউস বেঙ্গল অনলাইন মনসুন ফেস্ট এর পোস্টার। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, সকলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বেঙ্গল অনলাইন, আমার বাংলা সবুজ বাংলা নতুন আঙ্গিকে নতুন ভাবে।।

Total Page Visits: 566 - Today Page Visits: 1