ক্ষতিপূরণের প্রত্যাশা স্বর্ণবাঁচাও কমিটির

সপ্তর্ষি সিংহঃ
নির্মীয়মান ইষ্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বউবাজারে একাধিক বাড়ি ধসে যাওয়ার প্রভাব পড়েছে রাজ্যের স্বর্নশিল্পের উপর। সোমবার অল ইণ্ডিয়া জেম অ্যাণ্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা জানান স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর কুমার দে। তিনি বলেন, এর ফলে ওই এলাকায় ৮৫টি গয়না তৈরির ওয়ার্কশপ বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে ৩৫০ জন কারিগরের কাজ নেই। ওই ওয়ার্কশপগুলিতে কত গয়না ও কী পরিমান সোনা রয়েছে তার হিসাব আমাদের কাছে নেই। এই জন্য কলকাতা মেট্রো রেলের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন স্বর্ণ ব্যবসায়ীরা।জি.জে.সির ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, মন্দার ছোঁয়া লেগেছে রাজ্যের তথা দেশের স্বর্নশিল্পে এবং তার ফলে এই শিল্পে যুক্ত কারিগরদের কাজ হারানোর পরিস্হিতি তৈরি হয়েছে। সোনা আমদানির উপর সীমাশুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২*৫ শতাংশ করেছে কেন্দ্র। অন্যদিকে গয়নার উপর জিএসটির পরিমান ৩ শতাংশ করা হয়েছে। শঙ্করবাবুর দাবি, সীমাশুল্ক এবং জিএসটি বৃদ্ধির ফলে গয়নার দাম বেড়ে যাওয়ায় তা চাহিদার উপর প্রভাব ফেলেছে। গয়না কেনার ক্ষেত্রে প্যান কার্ড দাখিলের নিয়মেও বদল আনার দাবি জানানো হয়েছে।