খুঁটিপুজোর মাধ্যমে ৭৪ তম বর্ষে সমাজসেবী

সপ্তর্ষি সিংহঃ
ঢাকে কাঠি পড়ে গেছে। ইতিমধ্যে শহরেরর বিভিন্ন পুজো কমিটি গুলি ভূমিপূজোর মাধ্যমে শারদ সূচনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবার দক্ষিণ কলকাতার নামী দুর্গোৎসব পূজো কমিটি সমাজ সেবী সংঘ তাঁদের খুঁটি পুজো সেরে ফেলল। ৭৪ বছরে পদার্পন করা এই পুজোর এবছরের থিম ‘অর্টিজেম’। এদিন খুঁটিপূজোয় উপস্হিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়, বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী সহ বিশিষ্টরা। এদিন পুজো উদ্যোক্তা অরিজিৎ বাবু জানান, ‘দক্ষিণ কলকাতার অন্যান পুজো গুলির মধ্যে সমাজসেবী সংঘ বেশ প্রাচীন ও জনপ্রিয়। প্রতি বছর নতুন কিছু চমক থাকে এবং পাশাপাশি সামাজিক বার্তা দেওয়ার পরিকল্পনা থাকে থিমের মাধ্যমে। ফলে এই বছর ৭৪ তম বর্ষে আমাদের থিমের পরিকল্পনা অর্টিজেম।