খুঁটিপুজোয় শারদ সূচনা মহামায়াতলা ইষ্ট মিলনী

সপ্তর্ষি সিংহঃ
গ্রীষ্মের দাবদাহ কাটতেই শারদ সূচনার প্রস্তুতি শুরু করে শহরের বিভিন্ন পুজো কমিটি গুলি। ঢাক ও কাঁসর সঙ্গে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটিগুলি তাঁদের ভূমিপুজো শুরু করেছে। কলকাতা সংলগ্ন গড়িয়া মহামায়াতলা ইষ্ট মিলনী দুর্গোৎসব রবিবার তাঁদের খুঁটিপুজোর মাধ্যমে শারদ সূচনার প্রস্তুতি শুরু করে দিল। রবিবার ভূমিপূজোয় উপস্হিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসি বেগম, কাউন্সিলর নজরুল আলি মন্ডল, অভিনেত্রী মিষ্টি সিং ও ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জী।
প্রদীপ চক্রবর্তী জানান, “এই বছর ৬৪ তম বর্ষে পদার্পন করলাম। গত ৩ বছর ধরে আমরা থিমের পুজো করছি। এই বছর আমাদের থিম, ‘মায়ের কাছে স্বপ্নরা যখন ডানা মেলে’ ; থিমের সৃজনে থাকছেন শিল্পী প্রশান্ত পাল।”