August 13, 2022

খুঁটি পুজো হয়ে গেল বেহালা ১১ পল্লী সার্বজনীন দূর্গা উৎসব সমিতির

নিজস্ব প্রতিনিধি –

৬৭ তম পূজায় পা দিতে চলেছে শিল্পী মধুরিমা পালের হাত ধরে বেহালা ১১ পল্লী সার্বজনীন দূর্গা উৎসব সমিতি। গত বছর ৬৬ তম বর্ষে আমরা ভেবে ছিলাম যে এই বছর ২০২০ তে আমাদের পুজোর ৬৭ তম বর্ষে পদার্পণ করবে। সেই করণেই মন্ডপ নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা ছিল। কিন্তু নতুন বছর ২০২০ পড়তেই মার্চ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয়ে যায় লকডাউন। আর তার জন্যই বহু সমস্যার মুখোমুখি হতে হয় সকলকে। আসতে আসতে কিছুটা হলেও আমরা সাভাবিক চন্দে ফিরছি। আমাদের ক্লাব প্রাঙ্গণে বহু বছর সাবেকি পূজা হয়ে এসেছে গত দু’বছর থিমের পুজোতে আমরা সাফল্য অর্জন করেছি এবং আমাদের ক্লাব কে কলকাতার সেরা পূজার তালিকার অন্তর্ভুক্ত করতে পেরেছি। সাবেকি পুজো থেকে থিম পূজা, এর মাঝে পথ চলাটা সহজ ছিল না। এবছর

কঠিন পরিস্থিতিতে করোনাতঙ্ক কাটিয়ে আমরা মহিলারা পুজোর দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছি। কোভিড-১৯ মহামারীর আকার নিয়েছে। সবাইকে সুস্থ রাখতে ও ভালো রাখতে আমরা অসুরদলনী মাকে নয় করুণাময়ী মায়ের আরাধনা করতে চলেছি। এই পূজা আনন্দদায়ক পূজা নয় দায়বদ্ধতার পূজা। তাই থেমে না থেকে ১৫ ই আগস্ট, শনিবার খুঁটি পূজার মাধ্যমে আমাদের পথ চলা শুরু করলাম সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যাব। এ কথা জানান ক্লাবের এক জন কর্মকত্তা।

About Post Author

Total Page Visits: 515 - Today Page Visits: 1