খুঁটি পূজার মধ্যে দিয়ে সামাজ সেবার বার্তা দিতে আসছে ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘ

নিজস্ব প্রতিনিধি –
বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসতে বাকি রয়েছে আর মাত্র ১০০ দিনেরও কম। ১লা বৈশাখ থেকেই বিভিন্ন পুজো উদ্যোক্তারা খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার সূচনা শুরু করে দেয় কিন্তু এই দু বছর যাবৎ বাঁধ সেধেছে করোনার কাঁটা। বহু পুজো উদ্যোক্তাদের দেখা গেছে করোনা আবহের মধ্যে অসহায় হয়ে পরা লকডাউনে কর্ম হীন মানুষগুলির পাশে দাঁড়িয়ে সমাজ সেবার মধ্যেমে কাজ করে চলছে। উত্তর কলিকাতার পরিচিত ক্লাব ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘ আসন্ন রথযাত্রার দিন ১২ জুলাই খুঁটি পূজার মাধ্যমে শুভসূচনা হতে চলেছে এ বছরের দূর্গা পূজার। থিম নয়

সাবেকি নয় এবার শুধুই পুজো এই বার্তাকে সাথে নিয়ে ৭৮ তম বর্ষে পা রাখতে চলেছে এই পুজো। কমিটির এক সদস্য সমর সাহা আমাদের প্রতিনিধিকে জানান কেভিড মহামারীতে সারা পৃথিবীর মানুষ এখন ও দিশাহারা, কিন্তু দুর্গাপূজার আবেগ ও আনন্দ সব কিছুই হার মানিয়ে দেয়। আমরা মায়ের আগমনীর বার্তা দিয়ে খুঁটি পুজোর মধ্যেমে সেই আবেগ ও আনন্দ ভাগ করে নিতে চাই। রথ যাএার পূর্ণ লগ্নে তবে করোনার সব ধারনের নিয়ম মেনেই আমরা এই আয়োজন করতে চলেছি। বেলেঘাটার প্রান পুরুষ প্রিয় বিধায়ক শ্রী পরেশ পাল মহাশয় আমাদের পুজো কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাজু নস্কর মহাশয় সভাপতি, যুগ্ম সম্পাদক শ্রী সুকদেব দাস ও শ্রী অমিতোষ কন্ঠ। মা দুর্গার কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা যে করোনা মহামারীর থাকে আমাদের রক্ষা করো মা। এই পুজোর আনলাইন মিডিয়া পার্টনার নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়া।