May 16, 2022

খুঁটি পূজার মাধ্যমে পুজোর শুভ সূচনা হল হিন্দুস্থান ভলান্টিয়ার্সে

সোম , কলকাতা –

আর মাস দুয়েক ও বাকি নেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা , ইতিমধ্যেই পুজো উদ্দোগ তার একে একে সেরে ফেলেছেন তাদের খুঁটি পূজার কর্ম। সেক্ষেত্রে পিছিয়ে নেই এয়ারপোর্ট ১ নং গেট, কালিবাড়ির সংলগ্ন জনপ্রিয় ক্লাব হিন্দুস্থান ভলান্টিয়ার্স তারাও

সেরে ফেলল তাদের খুঁটি পূজা । ৫০ বছর পেরিয়ে ৫১ তম বর্ষে এই বছরে পা দিল এই ক্লাব । প্রতি বছরেই এই ক্লাব বিভিন্ন ধরনের মন্ডপ উপহার দেন দর্শক দের কিন্তু ৫১ তম বর্ষে একটু অন্ন ভাবনা পূজা কমিটির র এই প্রথম থিম এর পুজোয় মাততে চলেছেন হিন্দুস্তান ভলেন্টিয়ার্স । পাশে পেয়েছেন জনপ্রিয় থিম শিল্পী

রাজু সূত্রধর কে। এর পাশপশি থিম মিউজিক করছেন সঙ্গীত শিল্পী সিধু ও প্রতিমা শিল্পী গোপাল পাল । এতে বোঝাই যাচ্ছে যে এই ক্লাব এই বছর দর্শক দের কাছে দারুণ পুজোর ছাপ ফেলতে চলেছে । শিল্পী রাজু সূত্রধর জানন যে প্রতি বছরেই আমি কলকাতার

বিভিন্ন পুজো মন্ডপ গুলির থিম করে আসছি সুনামের সাথে , এই বছরেই প্রথম হাত দিলাম এনাদের মন্ডপএ যেই থিম আমি হিন্দুস্থান ভলান্টিয়ার্সে মন্ডপে করতে চলেছি আমার আসা দর্শক দের মনে একটি যায়গা করেনেবে । আর এই ক্লাবের প্রতিটি সদস্যকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে থিম শিল্পী হিসেবে আমায় বেছে নেওয়ার জন্য । জয় মা দুর্গা

আমার থেকেই নতুন জীবন
সৃষ্টি মানেই আমি…..

Total Page Visits: 1007 - Today Page Visits: 1