খুশির দেওয়ালে পুজোর আনন্দ কচিকাচা দের

সপ্তর্ষি সিংহঃ
আয় রে ছুটে আয় পূজোর গন্ধ এসেছে । ঢাকে কাঠি মানেই শিশুদের কাছে নতুন জামার খুশির জোয়ার আসে। কাশ বনের মধ্যে থেকে অপু দূর্গার চিত্র কিংবা মেঠো পথে শিশুদের আনাগোনা এখন হয়ত অতীত। কিন্তু পূজোর আগমনের সাথে সাথে নতুন জামার আনন্দ আজও খুশি বয়ে আনে। কিন্তু শহরের বেশ কিছু শিশু এখনও এই আনন্দ থেকে বঞ্চিত রয়ে যায়। তাদের মুখে হাসি ফোটাতে এক বিপনি সংস্হার উদ্যোগে প্রায় ৫০০০ দুঃস্হ শিশুর হাতে তুুলে দেওয়া হল নতুন জামাকাপড়। দক্ষিণ কলকাতার অন্যতম নজর কাড়া পূজো সমাজসেবী সংঘ এই উদ্যোগে সামিল হয়ে এক দৃষ্টান্ত স্হাপন করল। শুক্রবার ম্যাক্স ফ্যাশনের উদ্যোগে সমাজসেবী প্রাঙ্গনে প্রায় ১৮০০ ফুট উঁচু খুশির দেওয়াল তোলা হয় যেখানে এই দুঃস্হ শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগে সামিল হন চিত্র পরিচালক সৃজিত মূখার্জি, অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সংস্হার পক্ষ থেকে রাজীব মুখার্জি।