গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পূর্ণার্থীর পূণ্যস্নান

নিজস্ব প্রতিনিধি – কলকাতা
প্রচলিত কাহিনী অনুযায়ী সগর রাজার অশ্বমেধের ঘোড়া গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন ইন্দ্র। সগর রাজার পুত্রেরা সে ঘোড়া খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছোন আর ঘোড়া ধরে রাখার দোষ দেন কপিলমুনির ওপর। কপিলমুনির ক্রোধের আগুনে সগর রাজার ষাট হাজার পুত্র ভষ্মে পরিণত হন, তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। শেষপর্যন্ত সগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে


গঙ্গাকে নিয়ে এসে সগরপুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন! এই ঘটনা ঘটেছিল মকরসংক্রান্তির তিথীতে। তাই বলা হয় এই পুণ্যলগ্নে গঙ্গাসাগরে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। এই বিশ্বাসকে ভর করে বছর বছর ধরে পুণ্যস্নান করার জন্য লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী মকর সংক্রান্তির পুণ্য তিথিতে গঙ্গাসাগরে ডুব দেন। আজ বুধবার অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে সারাদিন চলবে শাহিস্নান। এদিন সাংবাদিক সম্মেলন করে দায়িত্ব থাকা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন এখনো পর্যন্ত ৩১ লক্ষ্য

পুণ্যার্থী স্নান করে ফিরে গেছেন গেছেন। আজ বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে প্রায় ১০-১২ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করবেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে

পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা বা দুর্ঘটনা না ঘটে তার জন্য সে দিকে নজর দিয়েছেন প্রশাসন। প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী, স্বেচ্ছাসেবী ও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। এছাড়া কেউ অসুস্থ হলে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে।