October 6, 2022

গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে দ্বার উদঘাটন হয়ে গেল সোনালী স্বপ্নের “সুস্বাস্থ্যের ঠিকানা”র

নিজস্ব প্রতিনিধি –

নাগেরবাজারের ঠিক কাছেই “সুস্বাস্থ্যের ঠিকানা”। পুষ্টি বিশেষজ্ঞ বা ডায়েটিশিয়ান সোনালি ঘোষের বহুদিনের স্বপ্ন সফল হওয়া একটি হেলথ সেন্টার।
এখানে মানুষের সেবায় থাকছে দৈহিক ও মানসিক সুস্থতার চাবিকাঠি। দীর্ঘ দেড় দশকের বেশি অভিজ্ঞতাকে ভর করে সোনালি ঘোষ প্যাথলজি, ফিজিওথেরাপি ,ডান্স

ওয়ার্কআউট, যোগা মেডিটেশন, সাইকোলজিক্যাল কাউন্সেলিং সহ অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই সুস্বাস্থ্যের ঠিকানা নামক হেলথ সেন্টারটি তৈরি করেছেন। গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে এদিন হয়ে গেল সংস্থার দ্বারোদ্ঘাটন।

উপস্থিত ছিলেন চিকিৎসক কে.বিশ্বাস, সৈকত সাহা, এবং ডিজে সিনহা সহ বিশিষ্ট অতিথিরা। এদিন ২০টি শিশুকে স্বাস্থ্য পরীক্ষা করান হয়।এদিনের সঞ্চালক ছিলেন পার্থ ঘোষ।

About Post Author

Total Page Visits: 139 - Today Page Visits: 1