June 28, 2022

গুমনামি নিয়ে অযথা বিতর্ক হচ্ছেঃ সৃজিত

নিজস্ব প্রতিনিধিঃ

গুমনামী’ ছবিটি মুক্তি পাবে পুজোর ঠিক আগে, ২ অক্টোবার, গান্ধি জয়ন্তীতে। ‘গুমনামী’-কে নিয়ে এই পর্যন্ত বিতর্ক কম হয়নি। নেতাজির অন্তর্ধান রহস্য মীমাংসা করার জন্য তৈরি মুখার্জি কমিশনের হিয়ারিংয়ের উপর ভিত্তি করেই সৃজিত বানিয়েছেন এই ছবি। টিজ়ার মুক্তির পর থেকেই বেশ কয়েকটি সংগঠন উঠে পড়ে লেগেছিলেন ছবির নাম বদলানোর দাবিতে। তবে সেই সমস্ত বিরোধীতা সত্ত্বেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘গুমনামী’।
সামনেই পুজো। কলকাতার কোন পুজো সমিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু? অনেকেই হয়তো জানেন, তিনি উত্তর কলকাতার বিডন স্ট্রিটের সিমলা ব্যায়াম সমিতির পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। সেখানে নিজে উপস্থিত থেকে পুজোয় অংশগ্রহণ করতেন, ভোগ খেতেন। আর সেই সিমলা ব্যায়াম সমিতির মুক্ত প্রাঙ্গণে বুধবার সন্ধ্যায় উপস্থিত হয়েছিল ‘গুমনামী’ ছবির গোটা টিম। 
এদিন আত্মবিশ্বাসের সঙ্গে সৃজিত বললেন, “যারা এই ছবির বিরোধীতা করেছেন, তাদের উদ্দেশে বলতে চাই যে, আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। এটুকুতে হবে না। দেশে আইন আদালত আছে, এবং সর্বোপরি মানুষ আছে।”

Total Page Visits: 237 - Today Page Visits: 1