May 16, 2022

গৃহলক্ষ্মীর আরাধনা

নিজস্ব প্রতিনিধি –

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, সদ্য শেষ হল বাঙালির প্রাণের উৎসব দূর্গোৎসব আর এর মধ্যেই তোরজোর শুরু হয়েছে গৃহদেবীর আরাধনার।
ঘরে ঘরে গৃহলক্ষ্মীর আরাধনায় ব্যাস্ততা তুঙ্গে, কুমোরটুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, দামের পারদ চড়েছে প্রতিমা থেকে পুজোর সামগ্রীর, আকাশ ছুঁয়েছে ফলের বাজার। তবু ধনদেবীকে তুষ্ট করতে বাঙালির একটুও খামতি নেই। সবমিলিয়ে উৎসব মুখর বাঙালির আনন্দ যে বছরভোর তা বলাই বাহুল্য।।

Total Page Visits: 547 - Today Page Visits: 1