May 17, 2022

গোলাপি টেস্ট মাতাতে ইডেনে হাজির পিঙ্কো

নিজস্ব প্রতিনিধিঃ

ঐতিহাসিক দিন রাতের ইডেন টেস্টের ম্যাসকট হতে চলেছে পিঙ্কো৷ গোলাপি বলের সঙ্গে সামঞ্জস্য রেখেই ম্যাসকটের এমন নাম৷ শহর কলকাতার নানা প্রান্ত ঘুরে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচের প্রচার করবে পিঙ্কো৷ ম্যাচ চলাকালীন গঙ্গাবক্ষেও দেখা যাবে পিঙ্কোকে। এদিন ইডেনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে ম্যাচের প্রতীকী টিকিটও তুলে দেয় পিঙ্কো। দিন-রাতের টেস্ট ম্যাচের জন্য গোলাপি বল পৌঁছে গেল ইডেনে। শুক্রবার বিকেলে বল নিয়ে সিএবিতে আসেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠে ঢুকে প্রথমেই বলের বক্স তুলে দেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের হাতে ।

ছবি – সি.এ.বি

Total Page Visits: 740 - Today Page Visits: 1